Blog

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ সাধারণ সভার নোটিশ

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
বিশেষ সাধারণ সভার নোটিশ

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ২২ জানুয়ারী ২০২২, শনিবার সন্ধ্যা ৭:০০ টায় জুম মিটিং এর মাধ্যমে একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে । উক্ত সভায় অনলাইনের মাধ্যমে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য ।

বিশেষ সাধারণ সভার আলোচ্যসূচি-
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন প্রসঙ্গ ।

ধন্যবাদান্তে
নুরুল ইসলাম ঠান্ডু
আহবায়ক
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।

মিটিং কার্যক্রম -
১/ ৬ -৩০ মিনিট > সকলের সংযুক্তি, শুভেচ্ছা বিনিময় ।
২/ ৭-০০ মিনিট > চূড়ান্ত খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন ।
৩/ ৭-৩০ মিনিট > আহবায়ক এর ধন্যবাদ জ্ঞাপন ।

বিশেষ দ্রষ্টব্য :
১/ গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া আপনার সুবিধার জন্য ওয়েবসাইটে রাখা আছে । চূড়ান্ত খসড়া গঠনতন্ত্র লিংক : http://www.ruaa-ru.org/constitution
২/ গঠনতন্ত্রের সম্পর্কে কোন সুনির্দিষ্ট মতামত থাকলে ১৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে লিখিত আকারে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে ।
৩/ আগামী ১৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে কেউ মেম্বার হলে তিনি এই বিশেষ সাধারণ সভায় জুম মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন ।

জুম মিটিং আইডি এবং মিটিংএ অংশ নেবার জন্য প্রয়োজনীয় অনুরোধ >

১/ জুম মিটিং আইডি >

Meeting ID: 
Passcode: 

২২ জানুয়ারী ২০২২, শনিবার সন্ধ্যা ৬:৩০

২/ মিটিংএ নির্ধারিত সময়ে প্রবেশ।
৩/ প্রবেশ করার সময় আপনার মাইক্রোফোনটি বন্ধ রাখবেন
৪/ অবশ্যই নিজের নামটি লিখবেন এবং আপনার নামটি ইংরেজিতে লিখলে সুবিধা হবে ।
৫/ অনুগ্রহ করে আপনার সদস্য নাম্বারটি মনে রাখবেন ।

Share: